হোক ছোট পর্দা কিংবা বড় পর্দা। দুই মাধ্যমেই রয়েছে তার সফল পদচারণা। পুরো নাম নুসরাত ইমরোজ তিশা। যার ক্যারিয়ারের শুরুটা গানে হলেও থিতু হয়েছেন অভিনয়ে। দেড় যুগের ক্যারিয়ার দিয়ে নিজেকে করেছেন প্রমাণ।
সম্প্রতি শেষ হয়েছে তার প্রীতিলতা সিনেমার শ্যুটিং। যেখানে শত বছর আগের বিপ্লবী নেত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। নায়িকা নন, নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান তিশা। সাথে ভালো মানুষও। তিশা জানান, প্রতিটি ছবি থেকেই শিক্ষা নেন তিনি।
খুব শিগগিরই ভারত যাবেন তিশা। শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতার বায়োপিক বঙ্গবন্ধু ছবিতে তিনি অভিনয় করবেন জাতির জনকের স্ত্রী রেনুর চরিত্রে।