ক্যারিয়ারে প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন কলকাতার অঙ্কুশকে। আর তাই এপার বাংলায় তো বটেই ওপার বাংলাতেও পরিচিত নুসরাত ফারিয়া। ছয় বছরের সিনেমা জীবনে ৯ ছবিতে ফারিয়া পর্দায় এসেছেন নানা রূপে। এবার হলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বায়োপিকে তাকে যাবে তাকে।
সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করেছেন বঙ্গবন্ধু ছবির কুশলীরা। জানালেন কয়েক ঘন্টার সে অভিজ্ঞতার গল্প।
বঙ্গবন্ধু ছাড়াও আরো ৬ ছবি নিয়ে ব্যস্ত ফারিয়া। নতুন বছরে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চান তিনি। ২০২১-এ শুধু চলচ্চিত্রেই নয়, ওয়েব সিরিজেও দেখা যাবে ফারিয়াকে।