পুলিশ বাহিনীর বীরত্বের গল্পে তৈরি হয়েছে 'মিশন এক্সট্রিম' অন্যদিকে র্যাবের রুদ্ধশ্বাস অভিযানের চিত্রনাট্যে এগিয়েছে অপারেশন সুন্দরবন। দুটি ছবিই মুক্তি পাবে এ বছর। সিনেমা পাড়ার গল্পে তৈরি মেকাপ ছবিটি আছে আলোচনায়। এছাড়া ২০২১-এ যেমন মুক্তি পাবে নায়ক ইমনের স্বপ্নের ছবি আকবর তেমনি আলোর মুখ দেখবে নিরবের ক্যাসিনো।
এ বছর বাপ্পী-অপুর শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু, সিয়াম-পূজা জুটির শান আর মাহি-সায়মনের আনন্দ অশ্রু যেমন মুক্তি পাবে তেমনি পাবে শাকিবের বিদ্রোহী, চঞ্চল চৌধুরীর হাওয়া, মীমের পরান, পরিমনির অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। এছাড়া মুক্তির তালিকায় আছে অনন্ত-বর্ষা জুটির ছবি দিন: দ্যা ডে।
অমিতাভ রেজার রিক্সা গার্ল, গিয়াস উদ্দিন সেলিমের পাপ পূণ্য, তৌকির আহমেদের স্ফুলিঙ্গ, রায়হান রাফীর দামাল, আর শিহাব শাহীনের যদি কিন্তু তবুও আলোর মুখ দেখবে ২০২১-এ। মুক্তির মিছিলে আছে জাতির পিতার বায়োপিক বঙ্গবন্ধু।
সিনেমার কর্তাব্যক্তিদের প্রত্যাশা ২০২০-এ কোভিড নাইন্টিন যে আতংক ছড়িয়েছে তা কেটে যাবে ২০২১-এ। আশা জাগানিয়া ছবিতে ২১ হবে চলচ্চিত্রের বছর।