শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, নবাব এলএলবি ছবিটিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করায় বৃহস্পতিবার রাতে ছবির পরিচালক অনন্য মামুনকে রমনা থানায় পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
'নবাব এলএলবি' সিনামার একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই আপত্তি পুলিশের। ফলাফল কারাগারে মামুন।
গত ১৬ ডিসেম্বর 'আই থিয়েটার' অ্যাপে মুক্তি পায় ছবিটি। ওই দিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়েছে। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।