মাদক সেবনের অভিযোগে গতকাল তাদের মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালায় এনসিবি। সেসময় ৮৬ গ্রাম গাঁজা উদ্ধার করে তারা। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেয়া হয় মুম্বাইয়ের অফিসে। মাদক সেবনের অভিযোগ স্বীকার করেন তারা।
ভারতীয় জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের জের ধরেই তাদের এই তল্লাসি চালিয়েছে বলে জানান তারা।