বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়াও আরও তিনটি এলাকায় একই সাথে অভিযান চালাচ্ছে তারা।
ভারতি সিং এবং তার স্বামী হার্স লিমবাচিয়ার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এই জুটি বর্তমানে 'সনি টিভির' 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার' অনুষ্ঠানের উপস্থাপক।
এছাড়াও দর্শকপ্রিয় 'কাপিল শর্মা' শো'র অন্যতম প্রিয়মুখ 'ভারতি'।