channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

এবার বলিউড-টালিউডের ছবি আমদানির পক্ষে প্রযোজক-পরিচালক সমিতি

এবার বলিউড-টালিউডের ছবি আমদানির পক্ষে প্রযোজক-পরিচালক সমিতি

ভারতীয় ছবির বিরুদ্ধে যারা কাফনের কাপড়ে নেমেছিলেন রাজপথে, ভেঙেছিলেন প্রেক্ষাগৃহ। সে তারাই এখন আমদানির পক্ষে। বাংলা সিনেমার সংকট কাটাতে টালিউড-বলিউড মুভি দেশের হলগুলোতে চালাতে চান প্রযোজক কিংবা পরিচালক সমিতি। সবার লক্ষ্য একটাই, বাঁচাতে হবে চলচ্চিত্র শিল্প।

২০১৫ সালের ২৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শনে ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হয়ে উঠের প্রযোজক-পরিচালক-শিল্পীরা।

পাঁচ বছর আগে যারা ছিলেন প্রতিবাদমুখর, করেছিলেন বিরোধীতা, সময়ের ব্যবধানে মুছে গেছে বিপক্ষের সেই লড়াই। হল বাঁচাতে এখন ভারতীয় ছবি মুক্তির পক্ষে‌ এখন তাদের অবস্থান।

হল মালিকরা বলছেন, যেকোনো পণ্য সংকটে আমদানিটা হয়ে ওঠে সময়ের দাবি। আর তাই সিনেমা শিল্পকে বাঁচাতে এখন হাঁটতে হবে সে-পথেই।

বাংলা সিনেমার অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর