channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

সংসার ধর্ম ছেড়ে চিরবিদায় সত্যজিতের অপুর

সংসার ধর্ম ছেড়ে চিরবিদায় সত্যজিতের অপুর

থামলো ৪১ দিনের লড়াই। জগৎ-সংসার ছেড়ে বহুদূরে চলে গেলেন সত্যজিতের অপু। রোববার দুপুর ১২ টার কিছু পরে কলকাতার বেলভিউ ক্লিনিকের চিকিৎসকরা জানালেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। এরপরই শোকবার্তায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। যাতে শ্রদ্ধা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ রাজনীতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

ভরদুপুরে অন্তর্জালে পিতৃবিয়োগের খবরটি প্রথম জানান মেয়ে পৌলমী। এরপরই বেলভিউ হাসপাতালে ছুটে যান পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এখানেই প্রায় দেড় মাস করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

রোববার দুপুরে প্রথমে প্রিয় অভিনেতাকে নেয়া হয় গল্ফগ্রিনের বাড়িতে। সেখানে ভিড় করেন ভক্ত অনুরাগীরা।

এরপর দীর্ঘদিনের কর্মস্থল টেকনিশিয়ান স্টুডিও হয়ে মরদেহ নেয়া হয় রবীন্দ্র সদনে। সন্ধ্যা পর্যন্ত এখানে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

রবীন্দ্র সদন থেকে সন্ধ্যায় তার মরদেহ নেয়া হয় কেওড়াতলা শ্মশানে। এখানে রাষ্ট্রীয় সম্মননা জানানো হয় সত্যজিতের অপুকে।

টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তার চলে যাওয়া ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি।

মেধা আর মননশীলতা অভিনয়কে কতখানি বাস্তবের কাছে পৌঁছে দিতে পারে, নিজের ৬০ বছরের অভিনয় ক্যারিয়ারে আড়াইশো ছবির মাধ্যমে সেটা প্রমাণেরই প্রাণান্ত চেষ্টা ছিল তার। বাংলা সিনেমায় বোধের সংমিশ্রণে সৌমিত্রর অভিনয়ের তুলনা চলে কেবল মহানায়ক উত্তমের সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর