channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

'নো ল্যান্ডস ম্যান' এর মাধ্যমে কাজে ফিরেছেন তাহসান

'নো ল্যান্ডস ম্যান' এর মাধ্যমে কাজে ফিরেছেন তাহসান

করোনা জয় করে আবারও কাজে ফিরেছেন, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। জানালেন, প্রায় দুই সপ্তাহ কোভিড নাইন্টিনের সাথে যুদ্ধ করে, জীবনকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। আপাতত নতুন ছবি 'নো ল্যান্ডস ম্যান' নিয়েই ব্যস্ত তাহসান। ইংরেজি ভাষায় তৈরি চলচ্চিত্রটি আগে মুক্তি পাবে বিদেশে।

গানের সুরে শুরুটা হলেও, পরে ছোট পর্দা রাঙিয়ে পা রাখেন বড় পর্দায়। অভিনয় করেন 'যদি একদিন' ছবিতে।

২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে তাহসানের অভিনয় মুগ্ধ করে দর্শক। বছর শেষে চুক্তিবদ্ধ হন 'নো ল্যান্ডস ম্যান' ছবিতে।

এরই মধ্যে শেষ হয়েছে 'নো ল্যান্ডস ম্যান' সিনেমাটির দৃশ্যধারণ। এ আর রহমানের সংগীতায়োজনে ছবিতে তাহসানের সহশিল্পী তিশা।

এদিকে করোনা জয় করে আবারও কাজে ব্যস্ত হচ্ছেন তাহসান। জানালেন, কোভিড নাইন্টিন তাকে শিখিয়েছে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন নেই।    

অদৃশ্য করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাহসান।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর