অদৃশ্য অনুজীব করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সব প্রেক্ষাগৃহ। স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে হল চালুর ঘোষনা দিলেও, তাতে সাড়া দেয়নি অধিকাংশ হল মালিক।
পুরনো ছবিতে সিনেমা হল চালু করতে চান না হল মালিকরা। তাদের মতে, যতদিন না বড় বাজেটের ছবি মুক্তি পায় ততোদিন খুলবে না হলের তালা। যদিও স্বাস্থবিধি মেনে শুক্রবার খুলেছে কিছু হল। যদিও সেখানে নেই প্রত্যাশিত দর্শক।
প্রেক্ষাগৃহ মালিকদের মতে, দর্শকদের হলমুখী করতে বড় বাজেটের ছবির নেই কোন বিকল্প।