সিনেমার স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কট করে চলচ্চিত্রের ১৮ সংগঠন। একই অভিযোগে পাঁচ মাস আগে নিষিদ্ধ হন সভাপতি মিশা সওদাগর।
চার দিনের মাথায় রোববার সকালে উত্তপ্ত চলচ্চিত্রের সূঁতিকাগার। বর্তমান কমিটির বিরুদ্ধে এফডিসির গেইটে মানববন্ধন করে গত নির্বাচনে ভোটাধিকার হারানো ১৮৪ শিল্পী।
এমন বাস্তবতায় বিকালে ১৮ সংগঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। যেখানে নিজেদের নির্দোষ দাবি করেন মিশা সওদাগর ও জায়েদ খান। সংবাদ সম্মেলনে তারা বলেন, শিল্পীদের বয়কটর অধিকার কারো নেই।
নিউজটির বিস্তারিত দেখুন ভিডিওতে-