channel 24

সর্বশেষ

  • রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত যাননি স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রী: কাদের

  • খালেদা জিয়াকে জামিন না দেয়ার সিদ্ধান্ত আদালতের নয়, সরকারের: রিজভী

  • কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

  • ব্রিটেনের নির্বাচনে টিউলিপসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারীর জয়

  • যুক্তরাজ্যে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল কনজারভেটিভ পার্টি

সম্মিলিত প্রচেষ্টায় রূপালি পর্দায় ফিরবে সোনালী সময়

সম্মিলিত প্রচেষ্টায় রূপালি পর্দায় ফিরবে সোনালী সময়

এক সময় যে রূপালি ফ্রেমে ছিলো সোনালী সময়, সেখানে এখন শুধুই হতাশা। গত দুই দশক ধরে প্রতি বছর যেমন কমছে ছবি নির্মাণের সংখ্যা তেমনি দর্শক সঙ্কটে বন্ধ হচ্ছে হল। সিনেমার এই বেহাল দশা কাটাতে বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আলোচনায় বসেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।

সাদাকালোতে শুরু বাংলা চলচ্চিত্র। সময়ের সাথে যে ফ্রেমে লাগে রঙিনের ছোঁয়া।

ষাট থেকে নব্বই এই চার দশক সোনালী সময় ছিলো রূপালি ফ্রেমে। ক্যালেন্ডারের পাতায় তখন নতুন শতাব্দীর আগমণ তখন নানা সঙ্কটের মুখে পড়ে বাংলা চলচ্চিত্র।

গেলো দুই দশক ঢাকাই সিনেমায় যেমন কমেছে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা তেমনি কমেছে দর্শক। সাথে সাড়ে ১৩'শ হল এসে ঠেকেছে দেড়'শর ঘরে। এমন বাস্তবতার দায় কার? এ নিয়ে সভা-সেমিনার আলোচনা কিংবা সংলাপ হয়েছে অসংখ্যবার, কিন্তু মেলেনি সমাধান।

বাংলা চলচ্চিত্রের এমন সঙ্কট কাটাতে প্রয়োজন যেমন ছবি নির্মাণের সংখ্যা বাড়ানো, তেমনি দরকার প্রেক্ষাগৃহ। আর এসব দাবি নিয়ে বুধবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে দেখা করেন; শিল্পী সমিতির সদস্যরা।

জায়েদ খান বলেন, 'আমরা আশা করি আপনার (ড. হাছান মাহমুদ) হাত ধরে আমরা আবার আমাদের সোনালী সময়ে ফিরে যেতে পারবো।'

মিশা সওদাগর বলেন, আমাদের অনেক দিনের আশা হলগুলো ডিজিটালাইজ করা। আমাদের এফডিসির জন্য পাঁচ বছরে যদি ৫০০ কোটি টাকা দেয়া হয় তাহলে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে।

তথ্যমন্ত্রী জানান, বাংলা চলচ্চিত্রকে বিশ্ববাজারে পৌঁছে দিতে চায় সরকার। আর তাই এরই মধ্যে নেয়া হয়েছে কিছু পদক্ষেপ। যা শিগগিরই দেখবে আলোর মুখ।

তিনি বলেন, 'এফডিসির দৈন্যদশা কাটানোর জন্য আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। একটি নতুন ভব হবে যেখানে অনেক কিছু থাকবে। সেজন্য ৩২২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। হাজার কোটি টাকার বেশি একটি প্রকল্প বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণের কাজে আমরা হাত দিয়েছি। অনুদানের ছবির ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছি।'

সম্মিলিত প্রচেষ্টায় রূপালি পর্দায় ফিরবে সোনালী সময়, এমন আশাই করছেন এই শিল্পের সাথে জড়িতরা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর