চার বছর গোপনে সংসার করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সবাইকে জানান শিহাব শাহীন। চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে একটি কেক কাটার ছবি পোষ্ট দিয়ে মমকে শুভেচ্ছা জানান তিনি। মমও শুভেচ্ছা জানান শাহীনকে।
জানা গেছে, ২০১৫ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে ২০১০ সালের ৩১ মার্চ পরিচালক এজাজ মুন্নার সাথে মালাবদল করেছিলেন মম। পরের বছরই তাদের ঘর আলো করে পুত্র উদ্ভাস। তাদের তিন বছরের সংসারের ইতি ঘটে ২০১৩-তে।