২০১৭ সালের আলোচিত এক ছবি 'ঢাকা অ্যাটাক'। পুলিশ বাহিনীর বীরত্বের গল্পে তৈরি চলচ্চিত্রটির পরিচালক দীপঙ্কর দীপন। ৬ অক্টোবর মুক্তি পাওয়া 'ঢাকা অ্যাটাক' শুধু যে ব্যবসায়িক সাফল্যই পেয়েছে তা নয় ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও বাজিমাত করেছে সিনেমাটি। শ্রেষ্ঠ ছবি শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ মেকআপ ম্যান শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ও শ্রেষ্ঠ সম্পাদনা বিভাগে নির্বাচিত হয়েছে 'ঢাকা অ্যাটাক'।
বৃহস্পতিবার বিজয়ীদের তালিকা প্রকাশের পর শ্রেষ্ঠ সম্পাদনা বিভাগের পুরস্কারটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় পুরস্কারের নীতিমালায় ভিনদেশের কেউ সম্মাননা পাওয়ার বিধান না থাকলেও তা পেয়েছে ভারতীয় নাগরিক মো: কালাম।
নিজের প্রথম সিনেমা নিয়ে এমন বিতর্কে মর্মাহত দীপন। দিপঙ্কর দীপন জানান, নিয়মের প্রতি তিনি শ্রদ্ধাশীল তিনি। যদিও এমন ভুলের পুরো দায় ছবির সংশ্লিষ্টদের ওপর চাপালেন জুরি বোর্ড সদস্য মুশফিকুর রহমান গুলজার। সেন্সর বোর্ডের কার্যদিবসে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। কাজ না করেই ২০১৬ সালে 'নিয়তি' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হন হাবিব। পরে সমালোচনার মুখে সে বছর বাতিল করা হয় নৃত্য পরিচালকের পুরস্কারটি।