মন্ত্রীর সাথে বৈঠকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের পাশাপাশি পরিচালক এবং প্রযোজক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
এসময় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা। বৈঠকের পর ১২ এপ্রিল হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
এর আগে সস্তা গল্প নির্মাণে অদক্ষতা, নকল ছবির ব্যর্থতা আর সাফটা এবং যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালা শিথিলের দাবীতে গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী হল বন্ধের ঘোষণা দেয় হল মালিক সমিতি।