এ আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. ইউনুস আলী সরকার পেলেন নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) এসএম খাদেমুল ইসলাম খুদি মশাল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু আম প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো: জাহিদ নিউকে সিংহ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আরও জানতে - মাইক্রোসফটে ইন্টারভিউয়ের ডাক, এক মাস আগেই হাজির!
রং পেন্সিলে গিনিজ বুকে নাম লেখাতে চান বিলাল আসিফ
মাকড়সার জাল থেকে রেহাই পাবেন যেভাবে
১১ জানুয়ারি বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মতিন বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ভোটার আছে ৪ লাখ ১১ হাজার ৮'শ ৫৪ জন। ১৩২টি কেন্দ্রের ১২৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
গেল ২০ ডিসেম্বর ঐক্যফ্রন্ট প্রার্থী ডা. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করে কমিশন। পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশে গত ২৩ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাইবান্ধা আব্দুল মতিন পুন: তফসিল ঘোষণা করেন। এ তফসিল মোতাবেক আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।