আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নবনিয়োগকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
আরও: মোবাইলের আইএমইআই ডাটাবেজ উদ্বোধন মঙ্গলবার
চলে গেলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
সিইসি বলেন, ৩০ ডিসেম্বর একটি বড় নির্বাচন হয়ে গেল। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।
কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়।