ইসি সচিব জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে।
হেলালুদ্দিন আহমদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।
এছাড়া একাদশ জাতীয় সংসদের সংরিক্ষত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ই ফেব্রুয়ারী।
৩০ ডিসেম্বর নির্বাচনের পর পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ বিষয়ে ইসি সচিব বলেন, পুন:নির্বাচনের সুযোগ নেই।