স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এজন্য ৭টি স্ট্রাইকিং ফোর্স ও ১৩টি ভ্রাম্যমান দল মোতায়েন রয়েছে।
এছাড়া দুই প্লাটুন বিজিবি, তিনটি গাড়িতে র্যাব ও প্রতিটি কেন্দ্রে ১১৩ জন কোরে ৩৩৯ জন পুলিশ মোতায়েন থাকছে। ৩টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৪ জন।
গত ৩০ ডিসেম্বর অনিয়মের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ঘোষণা করা হয়নি এই আসনের ফলাফলও।