এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী বলেন, ‘এরশাদ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বাসায় আছেন। তিনি ভোট দেবেন না।’
রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়ে নিজে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানান।