পুলিশ জানায়, বুধবার (৭ এপ্রিল) সকালে বিসিক শিল্প নগরী এলাকার 'বেঙ্গল ড্রাগস এন্ড কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস' কারখানার কেমিক্যাল স্টোরে বিস্ফোরণ হয়। এতে ভবনের একটি দেয়াল উড়ে যায়। কয়েকটি দেয়ালে দেখা দেয় ফাটল। এসময় নারীসহ চারজন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরনে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।