এরমধ্যে ৬টি মামলায় নাম উল্লেখ আছে ১৪৮ জনের, বাকিরা অজ্ঞাতনামা। এসব মামলায় এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে ৩২ জন। তবে এদের মধ্যে নেই কোনো হেফাজত কর্মী।
এদিকে ফরিদপুরের সালথায় গুজব ছড়িয়ে তাণ্ডবের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সালথা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। এতে ৮৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত চার হাজার জনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১৩ জনকে। আর ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।