রোববার (৭ মার্চ) দুপুরে কোম্পানিগঞ্জের চরফকিরা ইউনিয়ন থেকে বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পিবিআই। বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
জেলা পিবিআই পরিদর্শক জানান, গ্রেপ্তার হওয়া বেলাল ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। তথ্য অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে চাপড়াসিরহাট বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধা হন মুজাক্কির। ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন মারা যান।