জয়পুরহাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছিলো পপির চাষ। বেশি লাভের আশায় বুঝে না বুঝে অনেক কৃষকই ঝুঁকেছেন পপির আবাদে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিরুৎসাহ করা হলেও তা কাজে আসেনি। আর প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, শিগগিরই নষ্ট করা হবে পপির গাছ।
জয়পুরহাটে নিষিদ্ধ পপির আবাদে ঝুঁকছেন অনেকে
রবিবার (৭ মার্চ) সকাল ১০ দিকে পুরানাপৈল বনখুর মাঠে অভিযান চালায় র্যাব। একে একে ধ্বংস করা হয়, কয়েকটি জমির পপি গাছ। বাকিগুলোতে অভিযান চলছে। সব মিলিয়ে ধ্বংস করা হবে, প্রায় ১০ বিঘা জমির পপি গাছ। আবাদ করায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে।
জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হচ্ছে পপির। গতকাল এ নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর।