শনিবার (৬ মার্চ) দুপুরে শিশু কায়েসকে উদ্ধার করে কামারখন্দ থানা পুলিশ ও পিবিআই। এসময় এক নারী ও পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এরআগে শিশুটির পরিবার জানায়, ঘুম পাড়িয়ে উঠান ঝাড়ু দিতে যান মা ফরিদা বেগম। কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন ছেলে নেই। কান্নাকাটিতে স্থানীয়রা এসে খুাঁজাখুজি করে শিশুটিকে না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এরপরই উদ্ধার অভিযানে নামে কামারখন্দ থানা পুলিশ ও পিবিআই।
এর আগে ২৩ ফেব্রুয়ারি চুরি যাওয়া দুটি শিশুর একজনকে জীবিত ও আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।