শুক্রবার রাত ১১টা। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শফীক ম্যানশনের ৫ম তলায় হঠাৎ বিস্ফোরণ। কেঁপে ওঠে চারপাশ। দগ্ধ হন মা-মেয়েসহ ৩ জন।
তাদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিকেলে। চিকিৎসকরা জানিয়েছেন, মা মেহেরুন্নেসা ৪৬ শতাংশ ও মেয়ে ২৭ শতাংশ দগ্ধ হয়েছেন। তবে তারা ঝুঁকিমুক্ত।
ঘটনাস্থল পরিদর্শনের পর বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণ।