পুলিশ জানায়, ডিইপিজেড এলাকার এক্সপেরিয়েন্স পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির হোসেন ও ইউপি মেম্বারের ছেলে মনিরের মধ্য দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে সকালে দুপক্ষের সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় মোটরসাইকেল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় গুলির দুইটি খোসা।
এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন অনেকে।