সোমবার (১ মার্চ) সকালে গোপালগঞ্জে নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়। পরে হয় আলোচনা সভা। নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।
এদিকে, ময়মনসিংহে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ পরিবারের সদস্যদের জন্য রেশন চালুর দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তারা।
এছাড়া ফরিদপুর, খাগড়াছড়ি ও বান্দরবানেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।