পিঠ, মুখমন্ডল; এমন কী মাথার এই ক্ষত চিহ্ন দেখেই বোঝা যায় কী অমানসিক নির্যাতন চালানো হয়েছে শিশু নিপার উপর।
দুমুঠো খাবারের আশায় ৬ মাস আগে ঢাকার অর্থোপেডিক হাসপাতালের অর্থপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ সিএইচ রবিনের বাসায় কাজে আসে বরিশালের উজিরপুর উপজেলার শিশু নিপা। কাজে আসার পর থেকেই নানা ছুঁতোয় অমানবিক নির্যাতন চালায় তার স্ত্রী। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় ওই চিকিৎসক। পরে তাকে উদ্ধার করে উইপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
শরীরের অসংখ্য ক্ষতচিহ্ন। যা শুকাতে সময় লাগবে বলে মনে করেন চিকিৎসকরা। বলেন, শরীরের ক্ষত শুকিয়ে গেলেও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠা তার জন্য কঠিন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য জানতে ডা. সিএইচ রবিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।