পুলিশ জানায়, সকালে নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে ক্রিকেট খেলতে যায় আমিন। খেলার সময় নো বল নিয়ে ফুপাতো ভাই পারভেজের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পারভেজকে থাপ্পর মারে আমিন। পরে, ছুরি নিয়ে এসে আমিনকে ছুরিকাঘাত করে পারভেজ। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার পর থেকেই পলাতক পারভেজ।
এদিকে, খুলনার দিঘলিয়ার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে তামিম মোল্লা নামে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে, ধারণা পুলিশের।