ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগও। বুধবার রাতে আওয়ামী লীগের দুপক্ষের বিবাদ মিটিয়ে দিতে স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এজন্য প্রতিপক্ষকে দুষছেন আওয়ামী লীগ নেতারা।
তবে হামলার দায় অস্বীকার করে বিএনপি নেতারা বলছেন, আগেও হামলা করে মামলা দিয়ে দায় চাপানোর চেষ্টা চলেছে। এবারও করা হচ্ছে।
এরমধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সংসদ সদস্যের সাথে বিএনপি প্রার্থীর চাচা ভাতিজা সম্পর্ক। যদিও দলীয় আদর্শকেই অগ্রাধিকার মানছেন দুদলের নেতারা।
ভোটাররা বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে যোগ্য প্রার্থী বেছেন নিতে চান তারা। নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার।
২৮ ফেব্রুয়ারির ভোটে ৪জন প্রার্থী থাকলেও আলোচনায় বিএনপি-আওয়ামী লীগের লড়াই।