এসময় প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ডিসি স্কয়ার থেকে শুরু হয়ে নির্ধারিত ট্র্যাক অতিক্রম শেষে ডিসি স্কয়ার মঞ্চে শেষ হয়। ৫ কিলোমিটার ব্যাপী এ দৌড়ে প্রথম স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সিয়াম সিকদার।
প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন জনের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। ম্যারাথনে সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সব বয়সের সকল শ্রেনী পেশার হাজারো মানুষ অংশগ্রহন করেন।