রাস্তার পাশেই ময়লা-আবর্জনার স্তুপ। পোড়ানোর সময় ধোঁয়ায় চলাচলই যেন দায়। এ আবর্জনা নির্দিষ্ট স্থানে ডাম্পিং না করায় দুর্গন্ধে নাজেহাল হবিগঞ্জ পৌরবাসী।
প্রথম শ্রেণির পৌরসভা হলেও বেহাল ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টি হলেই বন্যার কবলে পড়েন বাসিন্দারা।
শহরে ইজিবাইক চলাচল করার কথা ১ হাজার দুইশো। তবে ৫ হাজার ইজিবাইক চলছে এ শহরে। এতে যানজট নিত্যসঙ্গী পৌরবাসীর।
নদীবেষ্টিত ভোলা ও চরফ্যাশন পৌরসভার অবস্থাও একই। যেখানে সেখানে আবর্জনার স্তুপ, বেহাল রাস্তাঘাট, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যব্স্থাও। বর্ষা এলেই পানির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আবর্জনা।
নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় নেমে অবশ্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে কতটুকু বাস্তবায়ন হবে সেটি নিয়ে শঙ্কায় ভোটাররা।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে হবিগঞ্জ, ভোলা, চরফ্যাশনসহ ৩১টি পৌরসভায়।