বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী প্রেসক্লাবে আসেন নিহত মুজাক্কিরের বাবা নুরুল হুদা, মা মমতাজ বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান মুজাক্কিরের বাবা। দাবি জানান, সর্বোচ্চ শাস্তির।
গেল ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপ্রাশীরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন সাংবাদিক মুজাক্কির।