বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সবকটি হলই সিলগালা করে দিয়েছে প্রশাসন। যদিও গতরাতে সিলগালার সিদ্ধান্ত হলে, ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন কয়েকজন শিক্ষার্থী। পরে প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীই জড়ো হননি আজ।
এদিকে, গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।