মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে গণজমায়েত কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের হলে অবস্থানের সুযোগ করে দেয়া হোক।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা, মে নয়, মার্চ থেকেই হল খুলে দেয়া ও ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে, মহামারীর প্রটোকল অনুযায়ী বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেয়া যায় না। সেজন্য ১৭ মের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হল খুলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়রে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে, একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি। কাউন্সিলে, এ সময়ের মধ্যে টিকার প্রথম ডোজ নিশ্চিতের অনুরোধ হয়।