নানা ধরণের সেবা পেতে জেলা প্রশাসনের দপ্তরে যেতে হয় সব শ্রেণি পেশার মানুষের। বিশেষ করে জমির পর্চা, মৌজার নকশা পেতে সেখানে গিয়ে প্রায়ই দালালের খপ্পরে পড়তে হতো তাদের।
মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দালালদের সাজাও হয়েছে, তবুও দমানো যাচ্ছিলো না তাদের। গোপলগঞ্জ জেলা প্রশাসন 'কুইক সার্ভস ডেলিভারি পয়েন্ট' কার্যক্রম শুরু করার পর পাল্টেছে সেই চিরচেনা চিত্র। এখন কাউকেই আর হয়রানির শিকার হতে হয় না। পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলছেন, মুজিববর্ষে এটি মানুষের জন্য একটি উপহার। হয়রানিমুক্ত এই কার্যক্রম চালু করায় স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন, সেবা গ্রহীতারা।