মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যুগান্তর পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ৪জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালায় এবং আহত ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল সদর হাসপাতাল পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।