এটি ঝালকাঠির দপদপিয়া-নলছিটি সড়ক। ৮ কিলোমিটার সড়কের পুরোটাই দুই বছর ধরে এমন বেহাল।
২০১৯ সালে দুই পাশে ৬ ফুট চওড়া করাসহ পুনঃনির্মাণের কাজ শুরু হয়। এরপর এক দফায় মেয়াদ বাড়ানো হলেও, শেষ হয়নি নির্মাণ কাজ। একই অবস্থা, নলছিটি পীর মোয়াজ্জেম হদুয়া সড়কের ১৩ কিলোমিটার এলাকার।
ঠিকাদারের দাবি, রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় শেষ করা যাচ্ছে না কাজ। এজন্য দুষলেন বিদ্যুৎ বিভাগকে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল জানান, বরাদ্দ পেলে ঈদুল ফিতরের আগে শেষ হবে সড়ক দুটির কাজ।
দপদপিয়া-নলছিটি সড়ক ও নলছিটি পীর মোয়াজ্জেম হদুয়া সড়কের পুনঃনির্মানে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি টাকা।