স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের ক্যানভাসে আঁকা অমর একুশ। কখনো যে মাথা নোয়াবার নয়। ভাষার টানেই প্রাণের মিছিলে এক কাতারে সবাই। একুশের চেতনা ধারণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। ফুলে ফুলে ভরে ওঠে গৌরবের মিনার।
শ্রদ্ধা আর ভালোবাসায় রাঙানো চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। সব বয়সের মানুষ মিলেছেন এক মোহনায়। খুলনার শহীদ হাদিস পার্কে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দাবি জানানো হয়, সর্বস্তরে বাংলা ভাষা চর্চার।
নবীন-প্রবীণ সব প্রজন্মই মিলিত হয়েছে রাজশাহীর ভুবনমোহন পার্ক, কলেজ ও বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুরের মানুষ। মহামারির কালো ছায়া দূরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার।
এছাড়া বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন স্থানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন রয়েছে।