পেশাগত দায়িত্ব পালনে গিয়ে গুলিবিদ্ধের পর বাঁচার আকুতি জানিয়ে ছিলেন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। শুক্রবার আধিপত্য বিস্তারের লড়াইয়ে মুখোমুখি মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সমর্থকরা। সংঘর্ষের একপর্যায়ে শুরু হয় দু'পক্ষের গোলাগুলি। সামাল দিতে পুলিশ এলেও নিয়ন্ত্রণে আনে অনেক পরে।
ততক্ষণে আহত বেশ কয়েকজন, তাদের মধ্যে ছিলেন সাংবাদিক মুজাক্কিরও। যিনি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেলে। মুজাক্কিরের মৃত্যুতে ক্ষোভে ফুসছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি তাদের।
এমন দ্বন্দ্ব-সংঘাত আর হতাহতের পর কোন দিকে যাচ্ছে নোয়াখালীর রাজনীতি, তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ।