পরে পুলিশি পাহারায় এমপিসহ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক এলাকায় ছাত্রলীগের তোপের মুখে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর অধিকাংশ নেতা-কর্মী শহীদ মিনারের পশ্চিম পাশের গেট দিয়ে হোটেল পট্টি হয়ে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে ফিরে যান।
এদিকে নেত্রকোণার কলমাকান্দায় শহীদ বেদীতে ফুল দিতে এসে উপজেলা প্রশাসনের অব্যস্থাপনায় ক্ষোভ জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আর গাইবান্ধায় প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় একটি তাজা ককটেল ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।