বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। এসময় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র জিকে গৌছসহ মামলার ১৯ আসামিকেও আদালতে হাজির করা হয়।
এদিকে হবিগঞ্জে শাহ এএমএস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।