গেল ৫ জানুয়ারি বগুড়া শহরের রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়। আর এটি হয় একদম ফিল্মি স্টাইলে। যদিও শেষমেষ ডাকাতিতে ব্যর্থ হয় ১৬ বছর বয়সী সেই কিশোর। বাধা পেয়ে এসিড ও ছুরিতে আহত করে দুই নিরাপত্তারক্ষীকে। পালিয়ে যেতে সক্ষম হলেও বাঁচতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে।
পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে ওই কিশোর জানায়, হিন্দি সিনেমা "ধুম থ্রি" দেখে অনুপ্রাণিত হয়েছে সে। পরিকল্পনা ঠিক করতে সিনেমাটি দেখেছে ১৫৪ বার।
তার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এরই মাঝে ওই কিশোর পরিচিত ইন্টারনেট দুনিয়ার ডার্ক ওয়েবের সাথে। সেখানে অবাধ বিচরণে লিখেছে পরমাণু বোমা তৈরির গবেষণাপত্র। কামিয়েছে লাখ লাখ টাকাও।
স্থানীয়রা বলছেন, মূলত এই কিশোর অত্যন্ত মেধাবী। বিজ্ঞানের প্রতিও রয়েছে অগাধ আগ্রহ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে কিশোর সংশোধন কেন্দ্রে।