মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘাটাইল উপজেলার রামপুর এলাকার জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার গৌতম চন্দ্র আর্য্য (৩০)। দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হলো- ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়ার মো. সোহেল (১৭) ও ঘাটাইল উপজেলার কাজিপুর মো. হাসান আলী (১৭)।
২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর রুহুলী গ্রামে শিশু মাসুদ রানাকে অপহরণের পর হত্যা করে আসামিরা।
এদিকে, খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলা একযুগ স্থগিত থাকার পর শুরু হয়েছে বিচার কাজ।