দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হলেও খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায়। বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা।
ভোটারদের অভিযোগ, প্রতিবার ভোট আসলেই প্রার্থীদের মুখে ফুটে প্রতিশ্রুতির ফুলঝুড়ি। তবে নির্বাচিত হলে সে কথা মনে রাখে না কেউই।
যদিও ভোট চাওয়ায় প্রার্থীদের আশ্বাস বরাবরের মতই। মুখে উন্নয়নের নানা ফিরিস্তি। রয়েছে একে অন্যের প্রতি অভিযোগও।
বছরের পর বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ভোলার দৌলতখান পৌরসভা। সময় মত পৌর কর পরিশোধ করেও বাসিন্দারা পাচ্ছেন না নাগরিক সুবিধা।
রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের নাভিশ্বাস। কোথাও আবার যাতায়াতে ভরসা বাঁশের সাকো। উন্নয়নে এখানকার বাসিন্দারা চান টেকশই পরিকল্পনার।
নির্বাচন ঘিরে ভোটারদের মন জয় করতে তৎপর প্রার্থীরা।
আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার দর্শনা ও ভোলার দৌলতখান পৌরসভার নির্বাচন।