গতকাল, প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহিষ্কারদেশ, প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যদিকে বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থীর প্রতি সংহতি জানিয়ে শনিবার রাত থেকে অনশন চালিয়ে যাচ্ছেন সহপাঠীরা।
অসুস্থ হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শিক্ষার্থী নোমান ও ইমামুল ইসলাম সোহান। তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারাও।