বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ যোগে তারা দেশে ফেরেন। সরকারি নির্দেশনা মোতাবেক তাদের সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ সময় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। যাতে ১৫৭ জন যাত্রীর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের খাদিমপাড়া ৩১ শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।