স্থানীয়দের চলাচলে দুর্ভোগের শেষ ছিলো না এতোদিন। ছোট্ট নদী পারাপারে একমাত্র ভরসা ছিলো বাঁশের সাঁকো কিংবা নৌকা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় এখন নতুন দিগন্ত। কোন ঝামেলা ছাড়াই নদী পাড় হচ্ছেন ১৫ গ্রামের মানুষ।
সরকারের বরাদ্দ ছাড়াই নিজেরাই নির্মাণ করেছেন কাঠের সেতু। এখন এ সেতু দিয়ে চলছে গরুর গাড়ি, রিকশা, সাইকেল। অনায়াসেই পণ্য পারাপার হচ্ছে এপার থেকে ওপারে।
নিজেদের উদ্যোগে নির্মিত এই সেতু যেন সম্ভাবনার এক নতুন দ্বার খুলেছে কমপক্ষে দুই লাখ মানুষের জন্য। ৩শ' ফুট দৈর্ঘ্যে এবং ৮ ফুট প্রস্থের কাঠের এই সেতুটি নির্মাণে সময় লেগেছে প্রায় তিন মাস। খরচ হয়েছে ১১ লক্ষ টাকা। যার পুরোটাই দিয়েছেন সবাই মিলে।
এর ফলে ঝারকাটা নদীর ওপারে ১৫টি গ্রামের সাথে সংযুক্ত হলো সরিষাবাড়ির সাথে যোগাযোগ নতুন পথ।