ভাঙাচোরা সড়ক; সেইসাথে যানজটের ভোগান্তি। যততত্র ময়লার ভাগাড়ের দুর্গন্ধে টিকে থাকাই দায়, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরবাসীর।
অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট ফুরালেও বদলায় না চিত্র। নিয়মিত পৌরকর দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ক্ষমতায় এলে উন্নয়নের কমতি থাকবে না এমন আশ্বাস দিয়ে এবারও ভোটারদের দুয়ারে প্রার্থীরা।
নির্বাচন ঘিরে সরগরম ১শ ৩৪ বছরের পুরনো টাঙ্গাইল পৌরসভা। সমস্যার শেষ নেই এখানেও। বেহাল রাস্তাঘাট আর ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণে, সামান্য বৃষ্টিতেই হাবুডুবু খেতে হয়, বাসিন্দাদের।
নির্বাচনের সময় শুধু মন ভোলানো আশ্বাস নয়, বাস্তবায়ন চান পৌরবাসী।